বিস্তারিত
কনকাপৈত ইউনিয়নের বর্তমান পরিষদের সংরক্ষিত-৩ আসনের সদস্য জনাব SUMON গত 27-11-2016ইং তারিখ দিবাগত রাত প্রায় ৯:০০ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মরহুমার জানাযার নামাজ অদ্য 28-11-2016ইংত তারিখ বাদ জোহর, তিনি দীর্ঘ প্রায় 0১ বৎসর যাবত কনকাপৈত ইউনিয়নের ইউনিয়ন সংরক্ষিত-৩ আসনের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন। আমরা আমাদের কনকাপৈত ইউনিয়নের পক্ষ বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।