Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কনকাপৈত

এক নজরে কনকাপৈত ইউনিয়ন পরিষদ

(নাজিম উদ্দিন)

 

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো কনকাপৈত, যা বর্তমানে কনকপৈত ইউনিয়ন নামে পরিচিত । আয়তনের দিক থেকে ও জনসংখ্যার দিক থেকে এই ইউনিয়নটি চৌদ্দগ্রাম উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ। কাল পরিক্রমায় আজ কনকাপৈত ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল হয়ে রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই ইউনিয়নের আপাময় জনতা বিরাট ভূমিকা পালন করেন।

ক) নাম –  কনকাপৈত  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন –   ২০.২৮  (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা –  ৩৯,০০০  জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৭  টি।

ঙ) মৌজার সংখ্যা – ২৭ টি।

চ) হাট/বাজার সংখ্যা – বড় ছোট মিলে মোট-২০টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাসে, সিএনজি ও রিক্সা।

জ) শিক্ষার হার –  90%   (২০১৬ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮ টি,

ঞ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-১০ টি,     

 ট) উচ্চ বিদ্যালয়ঃ -৮ টি,

ঠ) মাদ্রাসা- ৬ টি।

ড) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: জাফর ইকবাল

ঢ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১0 টি। তার মধ্যে উল্লেখযোগ্য মরকটা অবস্থিত ১৯২০ সালের তৈরি মসজিদ। যা এলাকার প্রাচীনতম ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত।

ণ) ইউপি ভবন স্থাপন কাল –১৯৭৩ ইং।

ত) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –০৭-০৬-২০১৬ইং

                                    ২) প্রথম সভার তারিখ –১৫-০৬-২০১৬ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –১৫-০৬-২০২০ইং

থ) গ্রাম সমূহের নাম – কাগাইশ, পন্নরা, লাউলাইশ, ভানুশ্বর, পাঠান পাড়া, মলিয়ার, জাগজুর, বুদ্দিন, সাজানপুর, কনকাপৈত, হিংগুলা, পদুয়া, ভূলকরা, আতাকার, র্সূবনপুর, তারাশাইল, জংগলপুর , বশকরা, কালকোট, দূগাপুর, মাসকরা, চন্দ্রপুর, মরকটা, করপাটি, ইত্যাদি ।

                      

দ) ইউনিয়ন পরিষদ জনবল –মোট ১৭ জন।

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন (সংরক্ষিত মহিলা সদস্যসহ)।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন উদ্যোক্ত­- ১জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৪ জন।